২৮ নভেম্বর, ২০২৩ ২২:৫৬

বগুড়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপিপুত্র সনি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপিপুত্র সনি

এমপিপুত্র আসিফ ইকবাল সনি

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন না পেয়ে এবার বাবার পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন এমপিপুত্র আসিফ ইকবাল সনি। তিনি ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বিকেলে ধুনট উপজেলা ও ১০টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে আসিফ ইকবাল সনি বগুড়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।

ধুনট প্লাজার শেখ কামাল অডিটোরিয়ামে ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোলাম সোবাহান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরিফুল ইসলাম খান, পৌর মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, উপজেলা আ’লীগ নেতা গোলাম ওহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

আসিফ ইকবাল সনি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের তিন বারের আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে।

জানা গেছে, গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। বগুড়া-৫ আসনের নির্বাচনে ধুনট ও শেরপুর উপজেলার মোট ৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশার আবেদনপত্র জমা দিয়েছিলেন। এতে দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু। আর মনোনয়ন বঞ্চিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত তিন বারের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর