দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজবাড়ীতে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ বিষয়ে নূরে আলম সিদ্দিকী হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যেহেতু দল থেকে মনোনয়ন বঞ্চিতদের নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা নিষেধ নেই, সেহেতু আমার কর্মী সমর্থকদের অনুরোধে রাজবাড়ী ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দিয়েছি।
নৌকার বিরুদ্ধে কেন প্রার্থী হচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকা বা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আমি নির্বাচন করছি না, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আওয়ামী লীগের বিকল্প প্রার্থী হতে যাচ্ছি। দল যেহেতু সুযোগ দিয়েছে তাই নির্বাচনে অংশ নিচ্ছি।’এদিকে রাজবাড়ী ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার আপন ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। তবে কাজী কেরামত আলী নৌকার মনোনয়ন পাওয়ায় দুই ভাইয়ের বিরোধ প্রকাশ্যে আসে। তাদের কর্মী-সমর্থকদের মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়। গত সোমবার সন্ধ্যায় কাজী কেরামত আলী ঢাকা থেকে রাজবাড়ীতে গেলে এক মত বিনিময় সভায় দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তাৎক্ষণিক বিষয়টি সামলে নিয়ে পারিবারিকভাবে বিষয়টি আলোচনা করে সমাধান করার আশ্বাস দেন বড় ভাই কাজী কেরামত আলী।
উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। আর রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী। এরা দুইজনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল