২ ডিসেম্বর, ২০২৩ ২২:২০

‘নির্বাচনী ট্রেন মিস করা রাজনৈতিক দলগুলোর জন্য সমবেদনা’

জামালপুর প্রতিনিধি

‘নির্বাচনী ট্রেন মিস করা রাজনৈতিক দলগুলোর জন্য সমবেদনা’

বক্তব্য দিচ্ছেন মির্জা আজম এমপি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‌‘নির্বাচনী ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে শুরু করেছে। নির্বাচনী ট্রেন মিস করা রাজনৈতিক দলগুলোর জন্য সমবেদনা জানানো ছাড়া এখন আর কিছুই করার নেই।’

তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এবং নির্বাচন কমিশন ঘোষিত ৭ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। দেশব্যাপী আগুন সন্ত্রাস কিংবা বিদেশি রক্তচক্ষু সেই নির্বাচনী ট্রেন থামাতে পারবে না।’

আজ শনিবার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সাথে মতবিনিময় ও বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।

মির্জা আজম আরও বলেন, ‘টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ নৌকা প্রতীককেই ভাগ্য উন্নয়নের প্রতীক হিসেবে বেছে নিবে। কারণ দেশের মানুষ যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি সচেতন।’

শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর