বাগেরহাটে বরিশালগামী দ্রুতগামী যাত্রীবাহী দূরপাল্লার একটি পরিবহন বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাগেরহাট সদরের বৈটপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক ও আহত দুই মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন মারা যায়।
নিহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে মোটরসাইকেল চালক মিজান জমাদ্দার (৩৫), ফারুক খানের ছেলে মোটরসাইকেল চালক রাব্বি খান (২৫) মারা যান। গুরুতর আহত ইজিবাইকের চালক ফয়সল (২৮) ও মোটরসাইকেল আরোহী রনির (২৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের বাড়িও শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। পুলিশ ধাওয়া করে পরিবহন বাসটিকে আটক করলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছেন।বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের প্রধান ওসি বাবুল আক্তার জানান, বেপরোয়া গতিতে চলা বরিশালগামী ওই পরিবহন বাসটি প্রথমে একটি ইজিবাইকের ধাক্কা দেয়। এর ফলে যাত্রীবাহী ওই পরিবহন বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এই ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নিয়ে যায়। পরিবহন বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপাররা পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ