দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৪, ৫ ও ৬ আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
রবিবার দুপুরে যাচাই বাছাই শেষে তিনি এই ঘোষণা দেন।
এর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বী খুলনা-৪ আসনে সাবেক সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার ভাই স্বতন্ত্র প্রার্থী মর্তুজা রশিদী দারা, খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন ও খুলনা-৬ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী অহিদুজ্জামান মোড়ল, গাজী মোস্তফা কামাল, এসএম রাজু, জিএম মাহবুবুল আলম, মোস্তফা কামাল জাহাঙ্গীর, জাকের পার্টির মোর্তজা আল মামুনের মনোনয়ন বাতিল করা হয়।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী ভোটারের স্বাক্ষর জাল করা, বিদ্যুৎ বিল বকেয়া, হলফনামায় স্বাক্ষর না থাকা ও ঋণ খেলাপি হওয়ার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
রবিবার খুলনার ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এই ৩টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের বাতিল, ৩ জনের অপেক্ষমান এবং ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন