৫ ডিসেম্বর, ২০২৩ ১৩:৩৮

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল উপলক্ষে প্রেস ব্রিফিং

বরগুনা প্রতিনিধি

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল উপলক্ষে প্রেস ব্রিফিং

বরগুনা সিভিল সার্জন অফিসের উদ্দ্যেগে মঙ্গলবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. ফজলুল হকের সভাপতিত্বে প্রেস ব্রিফিং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলএর ক্যাম্পেইন বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন পুষ্টি সমন্বয়কারী মো. রুহুল আমিন।

আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিসের ডা. মেহেদি হাসান, সাংবাদিক মো. হাসানুর রহমান, মোশারেফ হোসেন, আ্যাডভোকেট মোস্তফা কাদের প্রমুখ।

সিভিল সার্জন ডা. ফজলুল হক বলেন, জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায়, ৯১৮টি কেন্দ্রে ৬-১১ বয়সী ১৩ হাজার ৬৫৫ শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৩৫৫৩ জন শিশু সহ ১ লাখ ১৭ হাজার ২০৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানো হবে। ১ হাজার ৯০২ জন স্বেচ্ছাসেবক, ১৩৬ জন স্বাস্থ্যসহকারী, ১৭৯ জন, পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি কর্মী, ১২৮ জন এবং পৌর স্বাস্থ্য কর্মী ৩০ জন দায়িত্ব পালন করবেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ক্যাম্পইনে বাদ পড়া শিশুদের স্থায়ী টিকাদান ক্যাম্পে ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর