বাগেরহাটের ভ্যানচালক ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান শেখকে (২২) গ্রেফতার করেছে র্যাব ৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। আজ বৃহস্পতিবার ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে গ্রেফতারের পর আসামিকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেফতার ইমরান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে।
র্যাব ৬ জানায়, ২০১৬ সালের ৬ মে ভ্যান ছিনতাই করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজলোর দাসখালি গ্রামের ভ্যানচালক ওবায়দুল সিকদারকে (৩০) হত্যা করে লাশ একটি বাগানে ফেলে রেখে ঘাতকরা পালিয়ে যায়। এঘটনার একদিন পর নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘাতকদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর সাক্ষ্যপ্রমাণ শেষে গত ২৩ নভেম্বর পলাতক আসামি ইমরান শেখসহ দুইজনকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন সাজা প্রদান করেন। ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব ৬-এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেফতার করে। তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল