৮ ডিসেম্বর, ২০২৩ ১৪:১৭

উদীচীতে বোমা হামলায় নিহতদের স্মরণে তিন মিনিট 'স্তব্ধ নেত্রকোনা' পালিত

নেত্রকোনা প্রতিনিধি

উদীচীতে বোমা হামলায় নিহতদের স্মরণে তিন মিনিট 'স্তব্ধ নেত্রকোনা' পালিত

নেত্রকোনা উদীচী কার্যালয়ের সামনে ২০০৫ সালে জেএমবির আত্মঘাতি বোমা হামলায় উদীচী কর্মী হায়দার শেলিসহ মোট আটজন নিহতের স্মরণে ট্রাজেডি দিবসে এবার তিন মিনিট ‘স্তব্ধ নেত্রকোন’ পালিত হয়েছে। 

প্রতিবছরের ন্যায় নেত্রকোনা ট্রাজেডি উদযাপন পর্ষদের আয়োজনে জেলার সকল সাংস্কৃতিক সামজিক সংগঠনের অংশগ্রহণে আজ সকাল ১০ টা ৪০ মিনিটে স্থানীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালিত হয়। 

এর আগে প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন অক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী ও ট্রাজেডি দিবস উদযাপন পর্ষদের আহবায়ক শতদল শিল্পী গোষ্ঠীর পরিচালক আলী আসকার খান সেন্টুসহ অনেকেই। 

বক্তৃতা শেষে সড়কে গোল করে দাঁড়িয়ে নিরবতা পালন কালে বন্ধ থাকে সকল প্রাকার যান চলাচল।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর