৯ ডিসেম্বর, ২০২৩ ১৩:০২

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

'উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটির আয়োজনে আজ শনিবার জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। 

এসময় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। পরে কোর্ট রোডে দাঁড়িয়ে মানববন্ধন করেন জেলার সচেতন নাগরিকেরা। এরপর টাউনহল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যুক্ত হয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুক্তাধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, রাঙ্গামাটি দুদকের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুযা।

মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি সনাক, আইডিএফ এনজিওসহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর