৯ ডিসেম্বর, ২০২৩ ১৬:২৪

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে বরযাত্রী নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে বরযাত্রী নিখোঁজ

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে পানগুছি নদীতে পড়ে এক বরযাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীতে ফেরি পারাপারের সময় নদীতে পড়ে ফজলুল হক (৭০) নিখোঁজ হন। ফজলুল হক পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা থেকে ছেলের শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সন্নাসী গ্রামে যাচ্ছিলেন। নিখোঁজ ফজলুল হকের ছেলে সেলিম শেখ নদীতে ঝাঁপ দিলেও তার বাবাকে উদ্ধার করতে পারেনি। 

দুর্ঘনটার পরপরই মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এখনো নিখোঁজ বরযাত্রী ফজলুল হকের সন্ধান মেলেনি। নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

নিখোঁজ ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়ার পথে ফেরি পারাপারের সময় তার বাবা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত ফেরীর বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যান।
 
ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজের সন্ধ্যান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।  

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর