৯ ডিসেম্বর, ২০২৩ ২১:৪৩

শ্রীমঙ্গলে ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন চার নারী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন  চার নারী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় ২০২৩ সালের শ্রেষ্ট জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। চারটি ক্যাটাগরিতে চার জন নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও  বেগম রোকেয়া দিবস উপদযাপন উপলক্ষে আজ শনিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদে সভা কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় জয়িতাদের এই সম্মাননা দেয়া হয়।

শ্রেষ্ঠ চার জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী  মিতালী দাশ রুনা, সফল জননী স্বপ্না ঘোষ, নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা শেফালী আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মরিয়ম আক্তার। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধিপ তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার শাহেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, অজয় কুমার দেব, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শিক্ষক জহর তরফদার, সিন্দুরখাঁন ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন ও জয়িতা স্বপ্না ঘোষ। 

অনুষ্ঠানে চার ক্যটাগারিতে চারজন শ্রেষ্ঠ জয়িতাকে ক্রেষ্ট, চাদর ও সম্মাননাপত্র প্রদান করা হয়। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর