১১ ডিসেম্বর, ২০২৩ ১৯:৩৯

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুরে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি:

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুরে সংবাদ সম্মেলন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক প্রেস কনফারেন্স সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের সচিব মো: আবদুল হান্নান। 

এসময় আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো: বিল্লাল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: রহমত উল্লাহ, ফুড এন্ড সেনিটেশন অফিসার ডা: মলয় কুমার দাস প্রমুখ।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ১২ ডিসেম্বর গাজীপুর সিটি করপোরেশন এলাকার ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৪০০ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪০ হাজার ৮৪৯ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি করেপারেশনের ৫৭টি ওয়ার্ডে ৪০৮টি টিকাদান কেন্দ্রে এবং ১৩০ জন স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়েছে।

প্রেস কনফারেন্সে গাজীপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর