১২ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫৮

হারিয়ে যাওয়া প্রকৃতিবান্ধব ‘ব্যানার লেখা শিখন কর্মশালা’

নেত্রকোনা প্রতিনিধি


হারিয়ে যাওয়া প্রকৃতিবান্ধব ‘ব্যানার লেখা শিখন কর্মশালা’

হারিয়ে যাওয়া প্রকৃতি বান্ধব ব্যানার, ফ্যাস্টুন, পোস্টার লেখা শিখন কর্মশালার আয়োজন করেছে নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটি। পরিবেশ রক্ষায় গবেষণা সংস্থা বারসিকের সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপী তরুণ যুবাদের নিয়ে শিখন কর্মশালাটি অনুষ্ঠিত হয় জেলার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর রিসোর্স সেন্টারে। 

হারিয়ে যাওয়া এমন পরিবেশ বান্ধব হাতে লেখা কাগজ ও কাপড়ের তৈরি ব্যানার ফ্যাস্টুন লেখা শিখন কর্মশলায় জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২০ জন ছেলে-মেয়ে অংশ গ্রহণ করে। 
বারসিক কার্যালয়ে প্রকৃতি বাঁচাও অভিযানের অংশ হিসেবে এই প্রশিক্ষণ দেন বারসিকের সমন্বয়কারী মো. অহিদুর রহমান ও সম্মিলিত যুব সমাজের সংগঠক আওলাদ হোসেন রনি। এতে অংশ নেওয়া তরুণদের মাঝে ৯ জন মেয়ে ও ১১ জন ছেলে। 

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনে দেশে বিরূপ প্রভাব পড়েছে। তারমধ্যে অপচনশীল পরিবেশ বিধ্বংসী পলিথিন, প্লাস্টিকের ব্যানার ফ্যাস্টুন ব্যবহারে মাটি পানি বায়ূ দূষণ হচ্ছে। এর থেকে রেহাই পেতে হারিয়ে যাওয়া ঐহিত্যে ফিরে আসতে হবে। পরিবেশ রক্ষায় পচনশীল কাপড়, কাগজ ব্যবহার বাড়াতে হবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর