১৪ ডিসেম্বর, ২০২৩ ১২:০৪

আজ কালিয়াকৈর মুক্ত দিবস

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

আজ কালিয়াকৈর মুক্ত দিবস

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

আজ কালিয়াকৈর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলা।

কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা যায়, ১৯৭১ সালের নভেম্বর মাসের রমজানের ঈদের রাতে কালিয়াকৈরের লতিফপুর সেতুর নিকট মুক্তিযোদ্ধাদের সাথে পাকাহিনীর সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে পাকবাহিনী উপজেলার শ্রীফলতলী গ্রামটি জ্বালিয়ে দেয়। অপরদিকে, উপজেলার সফিপুর বাজারের পুর্বপাশে একটি সশস্ত্র হানাদার বাহিনীর উপর বাধা প্রদান করলে তারা একটি জিপ গাড়ি রেখে পালিয়ে যায়। পরে রাতের বেলায় হানাদার বাহিনীরা সফিপুর বাজার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ১৪ ডিসেম্বর উপজেলার বংশী নদীর সেতুর উপর মুক্তিযোদ্ধাদের সাথে পাকহানাদার বাহিনীর যুদ্ধ বাধে। এসময় মুক্তিযোদ্ধারা ৩ দিক থেকে আক্রমন করলে পাকহানাদার বাহিনী পালিয়ে যায়। ওই যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় কালিয়াকৈর।

উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলার নিবার্হী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, ১৪ ডিসেম্বর এই দিনে পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। কালিয়াকৈর উপজেলা এই দিনটি স্মরণীয় দিন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর