নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও জেলার আশপাশের ৭/৮ হাজার ধর্মপ্রাণ মুসলিরা ইজতেমায় অংশ নিবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শহরের তেবাড়িয়া মারকাজ জামে মসজিদ সংলগ্ন ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আঞ্চলিক এ ইজতেমায় বাহিরের দেশ ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ২০/২৫ জন মেহমানরা অংশ নিচ্ছেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় ৯টি খিত্তায় প্রায় কয়েক হাজার তাবলীগ জামায়াতের মুসল্লির সমাগম হবে।আঞ্চলিক এ ইজতেমা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য মাঠে আইন-শৃংখলার সদস্যরা রয়েছেন। এছাড়াও নাটোর সিভিল সার্জন অফিস থেকে বসানো হয়েছে মেডিকেল সেন্টার, অগ্নি নির্বাপকের জন্য রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ইজতেমা সফলভাবে করতে মাঠে ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. শাহাদৎ হোসেন পাপ্পু বলেন, নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা ফরজ নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে। আল্লাহ পাকের রহমতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল শনিবার দুপুর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নাটোরের আঞ্চলিক ইজতেমা শেষ হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন