শিরোনাম
১৪ ডিসেম্বর, ২০২৩ ১৭:১৫

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সম্পদ বেড়েছে ৩৯ গুণ

জামালপুর প্রতিনিধি

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সম্পদ বেড়েছে ৩৯ গুণ

ফরিদুল হক খান দুলাল

টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি ২০০৮ সালে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে বিজয়ী হয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। 

২০২৩ সালে দাখিল করা হলফনামার সঙ্গে ২০০৮ সালের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত তিন মেয়াদে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সম্পদ বেড়েছে ৩৯ গুণ এবং তাঁর স্ত্রী আফরোজা হকের সম্পদ বেড়েছে ১৩ গুণ। 

নির্বাচন কমিশনে দাখিল করা ২০২৩ সালের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল সম্পদের যে বিবরণী জমা দিয়েছেন তাতে স্থাবর সম্পদ হিসেবে পৈতৃক সূত্রে ২.৩২ একর কৃষিজমি ও ১২.৫ শতাংশ অকৃষি জমির পরিমাণ উল্লেখ করলেও কোনো মূল্য উল্লেখ করেননি। তবে বর্তমানে অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৪ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৫১২ টাকা। স্ত্রী আফরোজা হকের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৩৯৬ টাকা, তাছাড়া নির্ভরশীলদের আয় দেখানো হয়েছে ২১ লাখ ৭৭ হাজার ৩৩৩ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর