১৯ ডিসেম্বর, ২০২৩ ২০:২২

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন : নৌকা প্রার্থীর প্রচার মাইক জব্দ, জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন : নৌকা প্রার্থীর প্রচার মাইক জব্দ, জরিমানা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর মাইক ব্যাটারি মেশিন জব্দ করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেকান্তর বাদশা নামে একজন প্রচারকারীসহ এসব আটক করা হয়।

পরে রাত ১০টার দিকে নির্বাচনি আচরণবিধি ২০০৮ এর ১৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুকবুল হোসেন।

তিনি বলেন, রাত ৮টার পর প্রচার কার্যক্রম বন্ধ থাকার পরও তারা মাইক ব্যবহার করেছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর