শিরোনাম
২০ ডিসেম্বর, ২০২৩ ১৬:৩৪

মৌলভীবাজারে ‘স্থানীয় শহীদ দিবস’ পালন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ‘স্থানীয় শহীদ দিবস’ পালন

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেছেন, ২০ ডিসেম্বর মৌলভীবাজারবাসীর একটি কষ্টের দিন। এদিন লাল সবুজের পতাকা উপহার দিতে গিয়ে মাইন বিস্ফোরণে বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন।ওই তারিখে যারা শহীদ হন তাদের সম্মানে শহীদ মিনারটি আরও বড় আকারে সংস্কার করা হবে।

বুধবার সকালে শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পুলিশ সুপারের ব্যানারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীসহ প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর