২৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫৫

যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সঙ্গে অবশ্যই থাকবো : মাশরাফি

গোপালগঞ্জ প্রতিনিধি

যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সঙ্গে অবশ্যই থাকবো : মাশরাফি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেছেন, বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি। অনেক প্রতিকূলতা গেছে। করোনার মতো মহামারি গেছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতো কঠিন সময় দারুণভাবে পার করেছি। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন বাড়বে এবং ভালো হবে। জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি জানান।

রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, খেলাধুলা তো আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সঙ্গে সংসদ সদস্য মিলানোর কোন সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সঙ্গে অবশ্যই থাকবো। 

এর আগে মাশরাফি তার আসনের কর্মী সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর