বিশ্বের শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রীস্টিয় ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব বড়দিন।
এ উপলক্ষে আজ সোমবার গীজায় চলেছে প্রার্থণা। সকাল সাড়ে ৯টা থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়ায় শতবর্ষীয় চার্চে শুরু হয় বড়দিনের মূল প্রার্থনা। চার্চটিকে সাজানো হয় নানা রঙে। করা হয় আলোক সজ্জা।
চার্চ প্রাঙ্গণে বসেছে ৭দিনব্যাপী মেলা। বাড়িতে বাড়িতে তোলা হয়েছে শান্তির প্রতীক স্টার। তৈরি করা হয়েছে গোশালা। প্রার্থনা শেষে তারা কীর্তন গানের মধ্য দিয়ে পরিদর্শন করবেন গোশালাগুলো। এছাড়াও বাড়িতে বাড়িতে তৈরি করা হয় সুস্বাদু নানা পদে খাবার।আনন্দ উৎসবের মধ্য দিয়ে খ্রীস্টিয় ধর্মাবলম্বীরা দিনটি পার করেন। নিজেদের পাপমুক্তি ও পরিবারের কল্যান কামনায় তারা গীর্জাগুলোতে প্রার্থনা করেন। প্রার্থণা করেন পরপারে পাড়ি জমানো স্বজনদের জন্য।
বল্লভপুর প্যারিস ইম্মানূয়েল চার্চের পুরোহিত রেভারেন্ট মৃত্যুঞ্জয় মন্ডল জানান, যীশুখ্রিষ্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষে ইম্মানূয়েল চার্চের নিয়ন্ত্রনাধীন চার্চগুলোতে ব্যাপক আয়োজন করা হয়েছে। গীর্জাগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ