বরগুনার মাছ বাজারে সোমবার ৬০ কেজি ওজনের শাপলাপাতা কেটে বিক্রি করার সময় সকাল ১০টার দিকে বন বিভাগ জব্দ করে ধ্বংস করে দিয়েছে।
বরগুনার বন বিভাগের রৈইঞ্জার মতিয়ার রহমান বলেন, শাপলাপাতা মাছ কেটে বাজারে বিক্রির সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
আ্যানিমেল লাভারর্স সংগঠনের সমন্বয়ক আরিফ রহমান বলেন, বরগুনার মাছসহ বিভিন্ন বাজারে বণ্যপ্রাণী আইন লংঘন করে শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি করা হচ্ছে। আমরা আ্যানিমেল লাভারর্স সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানাচ্ছি।বিডি প্রতিদিন/এএম