২৭ ডিসেম্বর, ২০২৩ ১০:০৪

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর

জামালপুর প্রতিনিধি

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর

জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনি প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর সদর উপজেলার কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হঠাৎ করেই ১৫ থেকে ২০ জন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা এসে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা প্রচার কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে ওই প্রচার কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক পার্শ্ববর্তী মো: আলমের বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর করে। ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহরাব হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. বরকত উল্লাহসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন জানান, প্রচারনা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে প্রচার কেন্দ্র ও একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে দেখা হবে। পাশাপাশি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর