২৭ ডিসেম্বর, ২০২৩ ২১:৫২

পরের মার্কায় ভোট দেবে সখীপুরে এত দালাল নেই : কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

পরের মার্কায় ভোট দেবে সখীপুরে এত দালাল নেই : কাদের সিদ্দিকী

বক্তব্য দিচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আটিয়াবন অধ্যাদেশ বাতিলের জন্য, সারের দাম কমানোর জন্য এবং পাটের দাম বাড়ানোর জন্য সখীপুর-বাসাইলের মানুষ এই গামছা মার্কা তৈরি করেছে।’
 
‘এই গামছা মার্কা শুধু আমার না এই অঞ্চলের সবার মার্কা। নিজেদের মার্কা রেখে পরের মার্কায় ভোট দেবে সখীপুরে এত দালাল নাই দুই-চারজন ছাড়া। সেই জন্য সবাইকে বলছি, সকাল-সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মার্কায় নিজেরা ভোট দিয়ে আসবেন।’
 
বুধবার বিকালে টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘটা বাজারে গামছা মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন।
 
কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি বলেছে ভোটে মানুষের আগ্রহ নেই। তাই কেন্দ্রে-কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট হতে হবে। নাহলে সারা পৃথিবীর কাছে শেখ হাসিনা মুখ দেখাতে পারবে না। আর কৃষক শ্রমিক জনতা লীগ ভোটের মাঠে না গিয়ে ঘরে বসে থাকলে ভোট কেন্দ্রে এত মানুষ দেখা যাবে না।’
 
এ পথ সভায় আরও বক্তৃতা করেন বেগম নাসরিন কাদের সিদ্দিকী, ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী, সানোয়ার হোসেন সজীবসহ অন্য নেতকর্মীরা।
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর