৩০ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৯

দুমকিতে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

দুমকিতে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালীর দুমকিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় সরকারি জনতা কলেজে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ভোটার সংখ্যা ৭০,৪৮২ জন। ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণের লক্ষ্যে ২৪ জন প্রিজাইডিং, ১৬৮ জন সহকারী প্রিজাইডিং ও ৩৩৬ জন পোলিং অফিসার উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনামিকা নজরুল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর