১ জানুয়ারি, ২০২৪ ১৮:১২

নাটোর-১: তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোর-১: তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

নাটোরের লালপুরে তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অভিযোগ তুলে তাদের নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

আজ সোমবার এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন তিনি। এসব কর্মকর্তারা হলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম।

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, সরকারি কর্মকর্তারা কোন প্রার্থীর হয়ে কাজ করবে এটা কখনোই কাম্য নয়। আমরা লক্ষ্য করেছি তফসিল ঘোষণার পরপরই তাদের আচার-আচরণ, কর্মকাণ্ড, কথাবার্তায় নৌকার প্রতীকের পক্ষে অবস্থান সুস্পষ্ট। নির্বাচনকালে যদি এই কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে থাকে তাহলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সেই জন্যই আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর তাদের অব্যহতির আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, অভিযোগপত্র আমার কাছে এখনো পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর