পটুয়াখালীর দুমকিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার (লাঙ্গল) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেএম আনোয়ারুজ্জামান (মশাল) কর্মী-সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে উপজেলা কমপ্লেক্সের সামনে সড়কে মোটরসাইকেল শোডাউন দেয়ার অপরাধে লাঙ্গল মার্কার সমর্থকদের এবং রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুমকি নূতন বাজার এলাকায় মশাল মার্কার কর্মী-সর্ম্থকদের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে লাঙ্গল ও মশাল মার্কার কর্মী-সমর্থকদের মোটরসাইকেল শোডাউন দেয়ার অপরাধে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান বলেন, যারা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করবেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএ