২ জানুয়ারি, ২০২৪ ১৭:২৭

ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে নৌকায় ভোট দিন: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে নৌকায় ভোট দিন: হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে নৌকায় ভোট দিন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে সাজিয়ে দেশকে বিশ্ব দরবারের মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।’

মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই উল্লেখ করে আরও বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে শুধু ঢেলে সাজাননি তিনি নিজেও ক্রীড়া অনুরাগী হিসেবে হাজারও ব্যস্ততার মাঝে ক্রীড়াঙ্গনকে উৎসাহীত করার জন্য খেলোয়াড় ও সংগঠকদের উৎসাহ যোগাতে থাকেন। দিনাজপুরের ক্রীড়াঙ্গনে আধুনিক করার জন্য ইতোমধ্যেই স্টেডিয়াম, ক্রীড়াপল্লী ও উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের মাধ্যমে যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলেছেন।’
 
জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম (এমপি) বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার দিনাজপুর স্পোর্টস ভিলেজ প্রাঙ্গনে দিনাজপুর ক্রীড়া পরিবারের আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুব্রত মজুমদার ডলার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল জলিল, জিনাত আরা চৌধুরী মিলি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক কৃতি খেলোয়াড় রওশন আরা ছবি, ক্রীড়া সংগঠক ডা: ইলিয়াস আলী খান এডিন, সাবেক জাতীয় (এ) ক্রিকেট দলের খেলোয়ার মিজানুর রহমান পাটোয়ারী বাবু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, হুইপের ছেলে রাফিদুর রহিম।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর