কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের রামু উপজেলার জোয়ারিয়ানালায় নির্বাচনি প্রচারণাকালে সংঘর্ষ ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে রামুর জোয়ারিয়ানালার মাদ্রাসা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্সসহ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-৩ আসনের নৌকার প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল গণসংযোগে গেলে সেখানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের কর্মীদের সাথে নৌকার কর্মীদের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামল সামশুদ্দিন আহমেদ প্রিন্সসহ কয়েকজন আহত হন।জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা গেইটে তিনিসহ অন্যরা স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী এমপি কমলের নেতৃত্বে কয়েক শত কর্মী গণসংযোগে যান। এ সময় তাকে মারধর করেন। এক পর্যায়ে সংঘর্য হলে আরো কয়েকজন আহত হয় এবং ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। ঘটনাস্থলে পুলিশ-বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। জড়ো হওয়া লোকজনকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযুক্ত পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ