৪ জানুয়ারি, ২০২৪ ১২:৫০

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

স্থানীয়দের অভিযোগ এর আগেও এই মিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে মিলটি বন্ধের দাবি তাদের। আর প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়ায় বাসার সামনে বসে রোদ পোহাচ্ছিলেন ওই গ্রামরে বাসিন্দা সাগর দাসের স্ত্রী দীপ্তি রাণী(৪৫) তার মেয়ে পূজা দাস(১১) ও তার ভাইয়ের ছেলে পলক দাস(১২)। 

অপরদিকে স্থানীয় সাইদুরের মিলে ধান সিদ্ধ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করেই বিস্ফোরণ হয় মিলের টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে সাগর দাসের বাসার সামনের আঙিনায়। এতে ঘটনাস্থলে মারা যান তার স্ত্রী মেয়েসহ ভাইয়ের ছেলে। মুহূর্তেই শোকের মাতম ছেয়ে পড়ে পুরো এলাকায়। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপারসহ উপজেলা নির্বাহী অফিসার। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন তারা।

তবে অভিযুক্ত সেই মিল মালিক পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর