শিরোনাম
৭ জানুয়ারি, ২০২৪ ০২:২০

মুক্তাগাছায় স্কুলে আগুন

অনলাইন ডেস্ক

মুক্তাগাছায় স্কুলে আগুন

ময়মনসিংহের মুক্তাগাছায় ভোটকেন্দ্রের পাশের স্কুলে আগুন। সংগৃহীত ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় ভোটকেন্দ্রের পাশের একটি স্কুলে অগ্নিকাণ্ড হয়েছে।

শনিবার রাতে উপজেলার মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মুক্তাগাছা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মণ্ডল জানান, রাত ৭টার দিকে বিদ্যালয়ে আগুন লাগে। মুহূর্তেই চারটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মী আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত তা জানা যায়নি। সেই সঙ্গে ক্ষতির পরিমাণও পরে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়টি অনেক পুরাতন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুন লাগতে পারে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের পাশে। এ নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর