৭ জানুয়ারি, ২০২৪ ১১:৩১

জয়পুরহাটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জয়পুরহাটের ২টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। জেলার দু’টি আসনের ২৫৪টি ভোট কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জেলার ২৫৪টি কেন্দ্রের মধ্যে ১৮৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সকাল ৯টার দিকে জয়পুরহাট-১ আসনের নৌকার প্রার্থী সামছুল আলম দুদু ও ২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন স্ব-স্ব কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন।

জয়পুরহাটের দু’টি আসনে মোট ভোটার ৭ লাখ ৭৮ হাজার ৮শ ৭০ জন। নির্বাচন শান্তিপূর্ণ করতে ১০ প্লাটুন বিজিবি,৫ প্লাটুন সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিপুল পরিমাণ আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রইকিং ফোর্স কাজ করছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর