৭ জানুয়ারি, ২০২৪ ১২:৫৪

উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে ভোটগ্রহণ চলছে

পিরোজপুর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে ভোটগ্রহণ চলছে

পিরোজপুরের তিনটি আসনেই উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা ভোট দিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। এ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের ১৯ জন প্রার্থী অংশ নিলেও ৭ জন প্রার্থী মাঠে ছিলেন সরব।

পিরোজপুর-১ আসনে ৪ জন প্রার্থী থাকলেও এ আসনের মূল লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল এর মধ্যে।

পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থী থাকলেও এ আসনে লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের শরীক দলের প্রার্থী ও জাতীয় পার্টি জেপির (মঞ্জু) এর চেয়ারম্যান সাত বারের সংসদ সদস্য নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মধ্যে। 

এছাড়াও পিরোজপুর-৩ আসনে প্রার্থীর সংখ্যা ৮ জন। এ আসনের মূল লড়াইটা হবে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী চার বারের এমপি ডা: রুস্তম আলী ফরাজির মধ্যে। 

এ নির্বাচনে ১২টি দল অংশগ্রহণ করছে। জেলায় মোট ভোটার ৯ লাখ ৭৪ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯২ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮৭৩ জন। জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ। 

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর