৭ জানুয়ারি, ২০২৪ ১৯:৪৪

খাগড়াছড়ির ১১টি কেন্দ্রে ভোটের সংখ্যা শূন্য

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির ১১টি কেন্দ্রে ভোটের সংখ্যা শূন্য

খাগড়াছড়ি র্পাবত্য জেলা ২৯৮ নং আসনের পানছড়ি উপজেলায় ২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। আর একটি কেন্দ্রে শুধু মাত্র ১টি ভোট পড়েছে। রবিবার ভোট গ্রহন শেষে ফলাফলে এ তথ্য উঠে আসে। শূন্য ভোট পাওয়া কেন্দ্রগুলো হচ্ছে লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১টি মাত্র ভোট পাওয়া কেন্দ্রের নাম দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস এ তথ্য নিশ্চিত করেন । 

পাহাড়ের আঞ্চলিক সংগঠক ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি আসনে ভোট বর্জন করায় কেন্দ্রেগুলিতে ভোটের সংখ্যা শূন্য থাকে । 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর