চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনই তাদের জামানত হারিয়েছেন বলে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে।
জামানত হারানোরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির মো. আফজাল হোসেন (প্রাপ্তভোট ৭৬৬), এনপিপির মোঃ আব্দুল হালিম (প্রাপ্তভোট ৫৩০), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নবাব মো. শামসুল হুদা (প্রাপ্তভোট ৭৫৪) এবং বিএনএফের নুরুল ইসলাম জেন্টু (প্রাপ্তভোট ২৯৩৯)। আসনটিতে মোট প্রার্থী ছিলেন ৭ জন। এদের মধ্যে ৭৯ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অপর দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ৭২ হাজার ৭০৯ ভোট এবং গোলাম রাব্বানী পেয়েছেন ২২হাজার ১২৪ ভোট। আসনটিতে শতকরা ৩৯.১৫ ভাগ ভোট পড়েছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মোহা. আব্দুর রশিদ (প্রাপ্তভোট ২১০৬), বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন (প্রাপ্তভোট ৯০৭) এবং বিএনএফের মোঃ আজিজুর রহমান (প্রাপ্তভোট ৩২২)। আসনটিতে ৫ জন প্রার্থী ছিলেন। এদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মু. জিয়াউর রহমান।অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মু. গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট। আসনটিতে প্রার্থী ছিলেন ৫ জন এবং ভোট পড়েছে শতকরা ৪৩.৩৫ ভাগ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামানত হারিয়েছেন বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন (প্রাপ্তভোট ৮৫৪৩), বিএনএফের কামরুজ্জামান খাঁন (প্রাপ্তভোট ৮৪১) এবং এনপিপি’র মো. নাহিদ আহমেদ (প্রাপ্তভোট ১০৪০)। আসনটিতে ৯১হাজার ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ। আসনটিতে প্রার্থী ছিলেন ৪ জন এবং ভোট পড়েছে শতকরা ২৩.৬০৪ ভাগ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন