দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী শরীফ আহমেদ ব্যতিত সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার বেলাল আহমেদ জানান, কাস্টিং মোট ভোটের ৮% না পেলে জামানত বাজেয়াপ্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য মতে জানা যায়, এ আসনে মোট কাস্টিং ভোটের পরিমাণ ছিল ২ লাখ ৮১ হাজার ৬৪৭। সে হিসেবে কমপক্ষে ২২ হাজার ৫৩১ ভোট পেতে হয়। কিন্তু নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী শরীফ আহমেদের নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক এমপি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার মোট পেয়েছেন ১২ হাজার ১৫ ভোট, এরপর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন পেয়েছেন ২ হাজার ১৬৮ ভোট, ইসলামি ঐক্য জোটের মিনার প্রতীকের প্রার্থী মুহম্মদ তৈয়্যেব হোসাইন পেয়েছেন ১ হাজার ৭০৬ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী কামরুল হাসান পেয়েছেন ৮৫১ ভোট, জাতীয় পার্টি (জেপি)'র বাইসাইকেল প্রতীকের প্রার্থী আলা উদ্দিন পেয়েছেন ৭১৩ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৫৯৮ ভোট। এ হিসেবে তাদের সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ