৮ জানুয়ারি, ২০২৪ ২০:৩০

জামানত হারালেন নকুল বিশ্বাস

মাদারীপুর প্রতিনিধি

জামানত হারালেন নকুল বিশ্বাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের প্রার্থী ছিলেন নকুল কুমার বিশ্বাস। তিনি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করেন। কিন্তু রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৬৩ ভোট পেয়েছেন। এ কারণে নকুল কুমার বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হয়।

ঘোষিত ফলাফল শেষে দেখা যায়, মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ৯৬,৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১,৯৭১ ভোট। গামছা প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট। নকুল কুমার বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার আছে ১৯ লাখ। ফেসবুকে বিরাট সংখ্যক ফলোয়ার থাকলে এতো কম ভোট পাওয়ায় আশ্চর্য হয়েছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার এক ভিডিও বার্তায় অনিয়মের অভিযোগ করেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি ভিডিও বার্তায় বলেন, তাকে অনেক ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তাই তিনি পুনরায় নির্বাচন দাবি করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, মাদারীপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনে নকুল কুমার বিশ্বাস ২৬৩ ভোট পেয়েছেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর