১০ জানুয়ারি, ২০২৪ ০৬:২৩

জামালপুরে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক

জামালপুরে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলেন- বাট্টাজোড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন (৪১), খোরশেদ আলম (৩২), জুয়েল মিয়া (৩০), মনির হোসেন (৪২), সোজাউদ্দৌলা (৩৪) ও হালিম মিয়া (২৮)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা। এর আগে এদিন দুপুরে তাদের জামালপুর আদালতে তোলা হয়।

মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা এলাকায় আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর