১৩ জানুয়ারি, ২০২৪ ০২:০৫

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত মাঝি করিম উল্লাহ ২০ নম্বর ক্যাম্পের এম ব্লকের মৃত গনু মিয়ার পুত্র এবং ২৭ নম্বর ব্লকের সাবেক মাঝি (রোহিঙ্গা কমিউনিটি লিডার)। 

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান, শুক্রবার রাতে এশার নামাজের পর ১০/১২ জনের একদল দুষ্কৃতকারী ২০ নম্বর ক্যাম্পের এম ব্লকের মসজিদের সামনে এসে করিম উল্লাহর ঘরে ঢুকে। সন্ত্রাসীরা পরে করিম উল্লাহকে ঘর থেকে বের করে রাস্তার মধ্যে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ করিম উল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। 

ওসি আরও জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর