১৪ জানুয়ারি, ২০২৪ ১৬:০৫

নৌকার সমর্থকদের উপর হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌকার সমর্থকদের উপর হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকের সমর্থকদের উপর হামলা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ আলম ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত শনিবার দিবাগত রাতে ওই উপজেলার লক্ষ্মীপাশা বাজার থেকে গ্রেফতার করা হয় তাকে। বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি আরও জানান, গত ৫ জানুয়ারি রাত ৮টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠীর মহের হাওলাদারের বাজারে নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। ওই সময় বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহআলম ঢালীসহ অন্যান্যরা নৌকার সমর্থকদের মারধর করে। এ সময় তারা ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী দুধল মৌ এলাকার বাসিন্দা মেহেদী হাসান বাদি হয়ে পরদিন হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ আলম ঢালীকে। তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলমের নির্বাচনী কর্মী ছিলেন।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর