১৭ জানুয়ারি, ২০২৪ ১৮:৪৫

গোপালগঞ্জে ১৫৪ মামলার আলামত ধ্বংস

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ১৫৪ মামলার আলামত ধ্বংস

গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১৫৪টি মামলায় জব্দকৃত গাজা, ফেনসিডিল, ইয়াবা ও বিদেশি মদসহ বিভিন্ন মামলার আলামত ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রিজের পাশে মামলার আলামত ধ্বংস করা হয়। 

মামলার জব্দকৃত ২৯ বোতল বিদেশি মদ, ৯৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫শ ১৩ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৪শ ৩৭ পিস ইয়াবাসহ বিভিন্ন মালামাল পুড়িয়ে দেয়া হয়। 
এ সময় গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফিরোজ মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রুবেল শেখ ও মতিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মো: সিরাজুল ইসলাম, মালখানার কর্মকর্তা এস,আই আব্দুল মাজেদ, সদর থানার এস,আই মো: মারিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর