১৮ জানুয়ারি, ২০২৪ ১৪:২৭

ভাঙ্গায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ইসরাফিল শেখ (৪১)। তার বাড়ি পার্শ্ববর্তী কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে। 

বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে গণপিটুনিতে ইসরাফিলের মৃত্যু হয় বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে লাশটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলমগীর খান বলেন, আমার ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের জাকির মোল্লার বাড়িতে একদল ডাকাত আসে। এ সময় পাশের ঘরে থাকা ইমাম সাহেবের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাত ইসরাফিলকে ধরে ফেলে।  এরপর এলাকাবাসীর গণপিটুনিতে ইসরাফিল মারা যায়। ইসরাফিল আমাদের এলাকায় কুখ্যাত ডাকাত হিসাবে পরিচিত। এর আগেও তার নামে একাধিক চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

ভাঙ্গা থানা ভারপ্রাপপ্ত কর্মকর্তা  মোঃ মামুনুর রশিদ বলেন, চুরি করতে এসে জনতার পিটুনিতে ইসরাফিল শেখের মৃত্যু হয়েছে। ইসরাফিল শেখের বিরুদ্ধে ভাঙ্গা থানায় গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে।     


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর