নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় ঢাকা থেকে নোয়াখালীগামী লাল সবুজ পরিবহনের একটি বাস নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪তম ব্যাচের ওয়েট প্রসেসিং বিভাগের ছাত্র আতিকুন্নবিকে চাপা দেয়। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
সূত্র জানায়, আতিকুন্নবি রাত ১১টার দিকে চৌরাস্তা কালা পুলের আবাসিক হল থেকে আপন নিবাসের মেসে সাইকেলে যাওয়ার পথে পৌর বাস কাউন্টারের সামনে দুর্ঘটনায় পড়ে।
তার আহত হওয়ার সংবাদ টেক্সটাইল কলেজে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ছাত্ররা একত্রিত হয়ে পৌর টার্মিনাল ও লাল সবুজ কাউন্টারের ল্যাপটপ, কম্পিউটার, চেয়ার, টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় ক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় বিক্ষোভ করে ২টি লাল সবুজ বাস ভাঙচুর করে।এ ঘটনার পর এখন পর্যন্ত লাল সবুজ পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল