২০ জানুয়ারি, ২০২৪ ১২:৫৯

কুয়াশার প্রভাব পড়েছে মানিকগঞ্জের সবজি বাজারে

মানিকগঞ্জ প্রতিনিধি

কুয়াশার প্রভাব পড়েছে মানিকগঞ্জের সবজি বাজারে

প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কাঁচামালের আড়তগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। এ কারনে প্রতিটি পণ্যের দাম বেড়েছে বলে দাবি আড়তদারদের। 

সরেজমিনে ভাটবাউর কাঁচামালের আড়তে গিয়ে দেখা যায়, আগের তুলনায় সকল পণ্যের আমদানি কম। কৃষক ও আড়তদাররা জানান বেশি শীতের কারণে কোন সবজিই বড় হচ্ছে না। দাম ভাল হলেও উৎপাদন কম হওয়ায় লাভ হচ্ছে না। কাঁচামাল ব্যবসায়ী নিজাম বলেন, এখান থেকে পেঁয়াজ, আলু, সিমসহ বিভিন্ন সবজি নিয়ে আমি খুচরা বিক্রি করি। প্রতিটা জিনিষ কেজিতে সাত-আট টাকা বেশি। আমরা তো ক্রেতাদের বুঝাতে পারবো না। আড়তদার বদর উদ্দিন বলেন, কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। যার কারণে বিভিন্ন পণ্যের দাম উঠানামা করে। দাম বাড়লে আমাদের বিক্রি কমে যায়। বাজার চড়া হলে আমাদের বেশি ক্ষতি।

ভাটবাউর কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আছান কাজী খেপু জানান, এখানে শতাধিক আড়তদার ব্যবসা করেন। প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম হয়। তিন থেকে চার কোটি টাকা লেনদেন হয়ে থাকে। আমরা টাকা-পয়সা নিয়ে খুব আতঙ্কে থাকি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর