ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাত দলটির কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও কিছু টাকা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মোর্শেদ আলম।
পুলিশ সুপার জানান, গত ১৪ জানুয়ারি রাত সোয়া একটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজের কাছে মুরগি ভর্তি একটি পিকআপ ডাকাতি হয়। পিকআপের চালক ও মুরগি ব্যবসায়ীকে মারধর করে তাদের কাছ থেকে পিকআপ, ৫০৪টি মুরগি, নগদ ৯ হাজার ২০০ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ ১১ হাজার টাকা।এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। ২২ জানুয়ারি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে মোহসিন নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম, সুজন মাতুব্বর সজল ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। ডাকাতির সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার ও ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই