২৫ জানুয়ারি, ২০২৪ ১৩:২৯

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা-পুলি উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা-পুলি উৎসব

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

'এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন মাতাই'-এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনাববঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজ মাঠে গ্রাম বাংলার ঐহিত্যবাহী পিঠা-পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বালুগ্রাম আদর্শ কলেজের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও ফিতা কেটে দিনব্যাপী পিঠা-পুলির উৎসব অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথন,সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আতাউল হক কমল, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ অন্যান্যরা।

পিঠা-পুলি উৎসবে প্রায় ৫০ ধরনেরও বেশি পিঠা দেখা যায় স্টলগুলোতে। আশাপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর উৎসুক জনতার ভিড় চোখে পড়ার মতো ছিলো কলেজ মাঠে। বাহারি রকমের ভিন্ন স্বাদের পিঠা বিক্রি হচ্ছিল বেশ। প্রত্যেক স্টলের টিম লিডারের নেতৃত্বে এসব পিঠার জমজমাট বেচাকেনা হচ্ছিল। ৫ টাকা থেকে শুরু করে ৭০ টাকা মূলের পিঠাও দেখা যায় স্টলগুলোতে। পিঠা উৎসবে আসতে পেরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর