২৫ জানুয়ারি, ২০২৪ ২১:৩৩

মেয়ে হওয়ায় নবজাতককে হাসপাতালে ফেলে পালালেন বাবা-মা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মেয়ে হওয়ায় নবজাতককে হাসপাতালে ফেলে পালালেন বাবা-মা

মেয়ে শিশু জন্ম নেওয়ায় নবজাতককে হাসপাতালে রেখেই পালিয়ে গেছেন তার মা-বাবা ও পরিবারের সদস্যরা।  

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিভাগে ওই শিশুর জন্ম হয়। পরে খোঁজাখুঁজি করেও নবজাতকের মা-বাবাকে না পেয়ে পুলিশে দ্বারস্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাপিয়া খাতুন (২৫) নামে এক নারী হাসপাতালের গাইনি বিভাগে একটি মেয়ে শিশু জন্ম দেন। এর এক পর্যায়ে নবজাতককে অন্য রোগীর স্বজনদের কাছে রেখে উধাও হয়েছে যান ওই নারী।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, সকাল ৮টার দিকে প্রসব ব্যথা নিয়ে স্বজনদের সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে আসেন ওই নারী। হাসপাতালের রোগী ভর্তির রেজিস্ট্রার অনুযায়ী পাপিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। বর্তমানে শিশুটি হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ঘটনা জানার পরই ওই নারীর সন্ধানে মাঠে নেমেছে সদর থানা পুলিশ। আমরা তাকে শনাক্তের চেষ্টা চালাচ্ছি। তাকে পেলেই বিস্তারিত জানা যাবে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর