২৮ জানুয়ারি, ২০২৪ ১৬:২৫

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে কক্সবাজারের এশিয়ান ফুড প্রোডাক্টস বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রবিবার দুপুর ১টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের টাইম বাজারের এশিয়ান ফুড প্রোডাক্টস বেকারিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. সোহেল রানা জানান, সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কক্সবাজার সদরের খুরুশকুল টাইম বাজারের এশিয়ান ফুড প্রোডাক্টস বেকারিতে খাবার তৈরি করা হচ্ছিল। বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। পর্যটন নগরীতে এ ধরনের অনিয়ম চলতে দেয়া যায় না। আমরা চাই সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর