পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে এ এন এল ব্রিকস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কলাখালী ইউনিয়নের করর্তখালী গ্রামে ইট ভাটায় অভিযান চালিয়ে ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিয়ম বর্হিভূত ইট ভাটা পরিচালনা কারায় ও জ্বালানী কাঠ ব্যবহার করায় ইট প্রস্তত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ০৬ ধারা ভঙ্গ করায় ১৬ ধারা অনুযায়ী ইট ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।তিনি আরও জানান, অভিযান চলাকালীন সময়ে ইট ভাটার চিমনি জাতীয় চুল্লি ভেঙে ফেলা হয়েছে। আমাদের এ অভিযান চলমান আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন