১ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:০০

আগৈলঝাড়ায় খালের বাঁধ অপসারণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগৈলঝাড়ায় খালের
বাঁধ অপসারণ

বরিশালের আগৈলঝাড়ায় খালে বাঁধ দিয়ে বোরো মৌসুমে কৃষকের পানি প্রবাহ বন্ধ করে দেয়ায় ওই বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে চাঁদত্রিশিরা-আস্কর খালের নাঘিরপাড় গ্রামের বাঁধ বৃহস্পতিবার দুপুরে অপসারন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। 

লিখিত অভিযোগে জানা যায়, ওই উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা-আস্কর খালের নাঘিরপাড় এলাকায় বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলো স্থানীয় সোহেল বখতিয়ার। এতে ওই খালের দুই পাশে থাকা কৃষি জমির বোরো ধানে পানি পাচ্ছিলেন না কৃষকরা। এ ঘটনায় অবৈধ বাঁধ অপসারণের দাবিতে কৃষকদের পক্ষে স্থানীয় বিমল ঘরামী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে লিখিত অভিযোগ দেন। 

বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন ঘটনাস্থল পরিদর্শন করে খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে দেয়ার সত্যতা পান। এ সময় তিনি স্থানীয়দের সহায়তায় ওই বাঁধ অপসারণ করেন। একই সঙ্গে খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয়ায় সোহেল বখতিয়ারকে সতর্ক করেন তিনি। প্রবাহমান খালের বাঁধ কেটে দেয়ায় খুশি হয় কৃষকরা। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর