৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৩১

খাগড়াছড়িতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মতবিনিময়

খাগড়াছড়িতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ক অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এসময় পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলার চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ জেলার গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার সঞ্চালনা করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর